বিকলাঙ্গ সন্তানের চিকিৎসার জন্য সরকারের নিকট সাহায্য চাইলেন পিতা।

1 Min Read

শান্তির বাজার মহকুমার দেবদারু ফাঁড়ী থানার অধীনে পূর্বপিলাক দেওয়ানবাড়ী এলাকায় বসবাসকারী নবদ্বীপ ত্রিপুরার ১২ বছরের ছেলে ২০১৮ সালে বিদ্যালয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পরে ছিল । ডাক্তার দেখান পর কিছুটা সময় ভালো থাকলেও পরবর্তীসময় সে ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে পরে। নবদ্বীপ ত্রিপুরা পেশায় একজন দিনমজুর। তাই তিনি অর্থের অভাবে সঠিকভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না। তাই জোলাইবাড়ী বিধানসভায় বিধায়ক হিসাবে রয়েছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া প্রতিনিয়তই লোকজনের সুখে-দুঃখে উনাদের পাশে দারাচ্ছেন। এইকথা জানার পর ছেলেকে সুস্থ করে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছেন অসহায় পিতা নবদ্বীপ ত্রিপুরা । তিনি আশাবাদী একদিন না একদিন মন্ত্রী উনার বিকলাঙ্গ শিশুটিকে দেখতে যাবেন ও চিকিৎসার জন্য সাহায্যের হাত বারিয়ে দেবেন। অপরদিকে তিনি আশাবাদী উনার ছেলের জন্য একটি ভাতার ব্যাবস্থা করে দেবেন রাজ্য সরকার। ছেলেকে আগের মতো সুস্থ দেখতে রাজ্য সরকারের নিকট সাহায্য চাইলেন অসহায় পিতা নবদ্বীপ ত্রিপুরা । এখন দেখার বিষয় খবর প্রকাশিত হওয়ার পর মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া মহাশয় উনার পাশে দাঁড়ায় কিনা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version