ব্রাউন সুগার সহ আটক এক যুবক সাব্রুম মনুবাজার থানায়।
৭ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা নাগাদ ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে মনুবাজার থানার পুলিশ। এই বিষয়ে খবর নিয়ে জানা যায় আজ সন্ধ্যার সময় মনুবাজার থানার আধিকারিক বিষ্ণুপদ ভূমিক এর কাছে গোপনে একটি সংবাদ আসে সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত উত্তর তৈছামা রাজকুমার পাড়ার ফিদোষ ত্রিপুরা, পিতা পদ্ম সেন ত্রিপুরার বাড়িতে বেশ কিছু ব্রাউন সুগার মজুদ করে রাখা হয় বিক্রি করার জন্য আর এই গোপন সংবাদের ভিত্তিতে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং এসআই বিরোজীৎ দাসের নেতৃত্বে মনুবাজার থানার পুলিশ ও টি এস আর বাহিনী ফিদোষ ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন এবং ফিদোষ ত্রিপুরা কে গ্রেপ্তার করে মনুবাজার থানায় নিয়ে আসেন। এ বিষয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করেন বলে জানা যায়।