অশান্তিতে এখনো মনিপুর । পদত্যাগ করতে পারেন ণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ
শান্তিতে নেই মনিপুর। কয়েকদিন দিন পর পর দুস্কিতিদের হামলা হচ্ছে। তবে নরেন্দ্র মোদীর এই বিষয়ে দেখার সময় টুকু নেই। আবার ও মনিপুরে ড্রোন হামলায় সংঘটিত হলো এতে এক মহিলার মৃত্যু হয়েছে এবং প্রায় ছ’জনের আহত হওয়ার খবর উঠে এসেছে। সোমবার রাজ্যের কুকি জনজাতি অধ্যুষিত কাংপোকপি জেলার পরে পশ্চিম ইম্ফলে সংঘটিত হয় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলা। এতে কাংপোকপিতে এক মহিলার মৃত্যু এবং তিন জন আহত হয়েছেন বলে জানা যায় এমনকি পশ্চিম ইম্ফলে ও আহত হয়েছেন আরো তিন জন।
এই ঘটনার জের ধরে মনিপুর কুকি জনজাতি অধ্যুষিত কাংপোকপি জেলায় নিরাপত্তা রক্ষীদের সংখ্যা বাড়ানো হয়েছে। জানা যায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এই হামলার জন্য দায়ী করেছেন রাজ্যের জঙ্গিদের। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘নতুন করে জঙ্গিরা মণিপুরের পরিস্থিতি আরো অশান্ত করে তুলতে চাইছে।’’ মণিপুর সরকারের দাবি , কুকি জঙ্গিরা এই ড্রোন হামলার জন্য দায়ী। এই অশান্তকর পরিস্থিতির মধ্যেই ইন্ডিয়ান রিজ়ার্ভ ব্যাটেলিয়নের চৌকিতেও হামলা করার অভিযোগ উঠেছে রাজ্যের কুকি জঙ্গিদের বিরুদ্ধে। জানা যায় ২০২৩ সালের মে মাস থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল মণিপুর। আজ এক বছরের ও বেশি পেরিয়ে গেলেও শান্ত হচ্ছে না মনিপুর। বিগত এক বছরে মারা গিয়েছেন অন্তত ৩২০ জন। ঘরছাড়া প্রায় ৭০ হাজার মানুষ ।