প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আগরতলার মেয়র দীপক মজুমদারকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর ভাষা ব্যবহার করেন মাধবী বিশ্বাস নামে এক মহিলা। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে আগরতলা পৌর নিগমের সমস্ত কর্পোরেটার একসঙ্গে আগরতলা পশ্চিম থানায় ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
কর্পোরেটারদের অভিযোগ, সামাজিক মাধ্যমে এ ধরনের কুৎসিত মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং প্রশাসনিক ভাবমূর্তিকে আঘাত করার চেষ্টা। তাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক।