হায়রে সন্তান! সম্পত্তির লোভে ৯০ বছরের মাকে আদালতে টেনে আনলো বড় ছেলে
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ই আগস্ট :
যে মায়ের শরীরে আজ মৃত্যু হাতছানি দিচ্ছে, যিনি সোজা হয়ে দাঁড়াতেও পারেন না—সেই মাকেই হুইলচেয়ারে করে হাজির হতে হলো আদালতে! সম্পত্তির লোভে নিজের ৯০ বছরের গর্ভধারিনী মাকে কাঠগোড়ায় দাঁড় করাল বড় ছেলে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে শান্তিরবাজারসহ গোটা দক্ষিণ জেলা।
কারা এই অসহায় মা?
বৃদ্ধার নাম উর্মিলা পাটারী। ছয় সন্তানের জননী তিনি—দুই ছেলে, চার মেয়ে। প্রায় ১৪ বছর আগে স্বামী মারা গেলে একাই সংসার টেনে নিয়ে যান। কিন্তু আজ সেই সংসারেই সন্তানদের স্বার্থপরতা তাঁকে দিশেহারা করেছে।
ভগবানের নামে শংকর, কিন্তু…
বড় ছেলের নাম রেখেছিলেন ভগবানের নামে—শংকর। অথচ সেই শংকরই আজ ‘জল্লাদ’। অভিযোগ, মায়ের বাড়ির দোকান ভাড়া দিয়ে জীবিকা চালানোর কথা থাকলেও প্রতারণা করে মায়ের টিপসই নিয়ে জায়গার কাগজ নিজের নামে করে নেয় শংকর।
পরে স্থানীয় বিচারে জমি ফেরত পান উর্মিলা দেবী। তারপর থেকে ছোট ছেলে সমর এবং মেয়ে তন্দ্রা মায়ের দেখাশোনা শুরু করেন। আর সেই হিংসাতেই ফের মায়ের বিরুদ্ধে মামলা ঠুকে বসেন বড় ছেলে শংকর।
আদালতের কাঠগোড়ায় মা!
ফলত আজ অসহায় উর্মিলা পাটারীকে হুইলচেয়ারে বসিয়ে বিলোনিয়া আদালতে হাজিরা দিতে হয়েছে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মায়ের এই অসহায় ছবি দেখে চোখে জল এসেছে বহু মানুষের।
প্রশ্ন জনতার আদালতে
আদালত কি রায় দেবে তা সময় বলবে। কিন্তু জনতার আদালতে আজ শংকর পাটারীকে একটাই নাম দেওয়া হচ্ছে—
👉 “কুলাঙ্গার সন্তান”।