স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে রাজ্য সরকার
রাজধানী আগরতলায় আই জি এম হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে । আগরতলা রামকৃষ্ণ মিশন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পাপিয়া সরকারকে অসুস্থ অবস্থায় পরিবারের লোক আই জি এম হাসপাতালে নিয়ে আসে ।
পরিবারের অভিযোগ, সকাল ১১টার সময় ভর্তি করানোর পরও দীর্ঘক্ষণ চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেননি উনার মেয়েকে । অভিযোগ আরও ওঠে যে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোগী দেখার বদলে নিজের ফোনে ব্যস্ত ছিলেন। অবশেষে দুপুর ১টা নাগাদ চিকিৎসা শুরু হলেও ততক্ষণে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই কিশোরীর।
এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ পরিবার ও আত্মীয়-পরিজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে আগরতলা পশ্চিম থানার পুলিশ ও টি এস আর বাহিনী ।
পরিবারের লোকদের দাবি, চিকিৎসা অবহেলাই এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একের পর এক মৃত্যুতে প্রশ্ন স্বাস্থ্যব্যবস্থা নিয়ে
শুধু আই জি এম হাসপাতাল নয়, গত কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালের ব্যর্থতা এবং চিকিৎসা অবহেলার অভিযোগ উঠছে।
-
মোহনপুর হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় এক রোগীর।
-
বাইখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার অভাবে মারা যায় মাত্র নয় বছরের এক কন্যা।
-
শান্তির বাজার জেলা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে মাত্র নয় মাসের এক শিশু কন্যা।
কোথাও ভুল চিকিৎসার অভিযোগ, কোথাও ডাক্তার বা পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার অভাব—একাধিক ঘটনার ফলে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
সরকারের উন্নয়ন দাবির বিপরীতে বাস্তব চিত্র
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, স্বাস্থ্যক্ষেত্রে এই অব্যবস্থা চলতে থাকলে কীভাবে নিরাপদ চিকিৎসা মিলবে? রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রতিনিয়ত হাসপাতাল পরিষেবার উন্নয়ন ও আধুনিকীকরণের দাবি করছেন, সেখানে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে—এমনই অভিযোগ উঠছে ক্ষুব্ধ নাগরিক মহলের।