বর্তমানে সবকিছুর মধ্যেই প্রযুক্তির ছোঁয়া রয়েছে। প্রযুক্তিকে ব্যবহার করে যেমন আক্রমণ হয় ঠিক একই রকম ভাবে প্রযুক্তিকে ব্যবহার করেই যে কোন প্রকারের আক্রমণ প্রতিহত করতে হবে এবং এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ড্রোন একটা অত্যন্ত কার্যকরী বিষয়।
আগরতলার আসাম রাইফেলস ময়দানে ড্রোন সম্পর্কিত এক বিশেষ কার্যক্রমে উপস্থিত থেকে উপরে উল্লেখিত কথাগুলো বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
আসাম রাইফেলসের বিভিন্ন স্তরের পদাধিকারী দের সাথে নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের গোটা দেশ বিভিন্নভাবে প্রযুক্তিতে শক্তিশালী হয়ে উঠেছে যার প্রমাণ পাওয়া গেছে সাম্প্রতিক অতীতের সফল সিন্দুর অভিযানের মধ্য দিয়ে।
আজকের এই উদ্যোগের প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন শুধুমাত্র ত্রিপুরা না ,বাদেশের সবকটা রাজ্যকেই এখন ড্রোন সহ সার্বিকভাবে প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে উন্নত হতে হয়। এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে বিশেষ কার্যক্রম, তার জন্য আসাম রাইফেলস কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই কার্যকরী বিষয় আগামী দিনে ত্রিপুরা রাজ্যের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
