বি এস এফের লাঠির আগাতে আহত শ্রীমন্ত পুর এর স্কুল ছাত্র ফয়সাল হোসেন! বিএসএফের নির্দেশ কে মান্যতা না দিয়ে সোনামুড়া শ্রীমন্তপুর স্থলবন্দরের নিকট ভারত বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ লাঠি দিয়ে ছাত্রের উপর আঘাত করে। আহত ছাত্রের পিতার নাম জুলহাস মিয়া মৌশান। সুষ্ঠু বিচার চেয়ে পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয় ।