ত্রিপুরায় সামাজিক মাধ্যমে অপমানজনক মন্তব্য ও কুৎসা রটানোর অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটার হুনছোকে আটক করেছে রাজ্য পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হুনছোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সামাজিক মাধ্যমে ত্রিপুরার মা-বোনদের উদ্দেশে অবমাননাকর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি।
অভিযোগ পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ নেয় ত্রিপুরা পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, তদন্ত চলাকালীন হুনছোর ব্যবহৃত ডিভাইসগুলো জব্দ করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ কন্টেন্ট ক্রিয়েটারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, কারও কারও মতে, কড়া ভাষা ব্যবহার করলেও মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত — ফলে বিষয়টি ঘিরে বিভক্ত মতামতও দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুনছোকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে।
ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন সকলকে সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।