ডেলিভারী দিতে এসে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই!
গাঁজা ও ফেন্সিডিল ডেলিভারি দিতে এসে রানীর বাজারের কুখ্যাত নেশা কারবারি সম্রাট বর্মণ উরফে সোনাই এবং স্থানীয় নেশা কারবারি দীপঙ্কর পাল গ্রেফতার হয় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে।ওসি অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা এয়ারপোর্ট থানাধীন নারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।এই বিষয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এয়ারপোর্ট থানার অন্তর্গত নারায়নপুর এলাকায় জাল বিছায় এবং তাদের জালে তুলতে সক্ষম হয়। এন ডি পি এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তাদের শনিবার আদালতে প্রেরণ করা হয়।