এডিসি ভোটে প্রদ্যুৎ কিশোরের শক্তি প্রদর্শন

3 Min Read

এডিসি নির্বাচনকে সামনে রেখে আবারো জনজাতিদের বিভ্রান্ত করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।

প্রকৃতপক্ষে ওয়ান নর্থইস্ট নয় বরং এডিসি নির্বাচনকে সামনে রেখে সমাবেশ করে শক্তির মহড়া দিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর ,এই মুহূর্তে ত্রিপুরা তথা দেশের শাসক গোষ্ঠীরা যতই প্রদ্যুৎ কিশোরদের মাথায় তোলেন নাচতে থাকুক না কেন, আদতে প্রদ্যুৎ কিশোর এবং তার বাহিনী যার পোশাকি নাম মথা প্রকৃতপক্ষে কি চায় , কি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, তা কিন্তু আজ আরো একবার প্রমাণিত হয়েছে ত্রিপুরা তথা আগরতলার বুকে।

প্রকাশ্য সমাবেশ মঞ্চে আজ আরো একেবার রীতিমত বিস্ফোরক ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় প্রদ্যুৎ কিশোর কে।প্রচারের দিক থেকে উত্তর পূর্বাঞ্চলের থানসা গঠনের আহ্বান জানিয়ে আজকের এই রাজনৈতিক কর্মসূচি সংঘটিত হলেও প্রকৃত পক্ষে এই কর্মসূচি যে শক্তি পরীক্ষার একটা মাধ্যম ছিল আনারস বাহিনীর কাছে, এটা কিন্তু পরিষ্কার।

এদিকে আজকের এই জমায়েতে আলোচনা করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর যেন বার বার খেই হারাচ্ছিলেন। প্রদ্যুৎ কিশোর উনার আলোচনার সিংহভাগ সময় ব্যয় করেছেন সেই চিরাচরিত জাতির অভিমান জাগিয়ে তোলার জন্য। দীর্ঘদিন এডিসিতে ক্ষমতায় থাকলেও এডিসি প্রশাসন সাধারণ জনজাতিদের জন্য কি করেছে সেই বিষয়গুলো নিয়ে কোন বাক্য খরচ না করে প্রদ্যুৎ কিশোর প্রকৃত অর্থে শুধুমাত্র কখনো উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক থানসা গঠনের ডাক দিলেন আবার কখনো গ্রেটার তিপড়া ল্যান্ডের স্বপ্ন আবার জাগিয়ে তুললেন।

তাৎপর্যপূর্ণভাবে এতদিন সামাজিক মাধ্যমে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে অস্বীকার করতে করতে এবার প্রকাশ্য জনসমাবেশে প্রদ্যুৎ কিশোর দাবি করলেন গোটা ত্রিপুরা রাজ্যটাই জনজাতিদের। তিনি দাবি করলেন ধীরে ধীরে জনজাতিদের সমস্ত জায়গাগুলো কেড়ে নিয়ে জনজাতিদের এই রাজ্যে সংখ্যালঘু এবং গরিব করা হয়েছে।

তবে তিনি আশাবাদী এখন আর একা নয় যেহেতু গোটা উত্তর পূর্বাঞ্চলের জনজাতি গোষ্ঠীগুলো এক প্লাটফর্মে এসেছে সম্মিলিত আওয়াজ দিল্লিতে পৌঁছে দেওয়া যাবে এই দাবি আজ আস্তাবল ময়দানে তুলে ধরলেন প্রদ্যুৎ।এদিকে প্রদ্যুৎ কিশোরের দল মথা আজকের দিনে দাড়িয়েও সরকারের অংশ, কিন্তু তারপরেও যেভাবে প্রকাশ্যে সরকারের নীতির আদর্শের সমালোচনা করলেন প্রদ্যুৎ কিশোর তার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের অফিসিয়াল বক্তব্য জানার আগ্রহ তৈরি হয়েছে রাজ্যজুড়ে।

প্রদ্যুৎ কিশোর হুমকির সুরে দাবি করেছেন বহু প্রচেষ্টা করে মথাকে সমাবেশ করা থেকে আটকানোর চেষ্টা হয়েছিল তবে মথা গোটা আগরতলার দখল নিয়ে নিয়েছে এমনটাই দাবি প্রদ্যুৎ কিশোরের।আজকের এই জনসমাবেশে বিপুল জনসমাগম হয়েছে এটা সত্যি কথা, তবে প্রদ্যুৎ কিশোর সহ অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জনজাতি নেতারা যেভাবে সাম্প্রদায়িকতায় ভর করে আজ নানান প্রকারের আলোচনা তুললেন এগুলা কিন্তু প্রকৃত অর্থে ত্রিপুরার চিরাচরিত ঐতিহ্যের পরিপন্থী এমনটাই কিন্তু আলোচনা চলছে

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version