লিচুবাগানে অজ্ঞাত যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল এলাকায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর :
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে ত্রিপল ইঞ্জিন সরকার। খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই— প্রতিদিনই নতুন নতুন ঘটনায় উত্তপ্ত রাজ্যজুড়ে আলোচনা। রাজধানী আগরতলায় সাম্প্রতিক সময়ে একাধিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
শনিবার সকালে আরও এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয় লিচুবাগানস্থিত আগরতলা উচ্চ আদালতের সামনে থেকে। স্থানীয়রা একটি ঝোপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
প্রাথমিক তদন্তে দেহের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি খুন না আত্মহত্যা— তা নিয়ে এখনো ধোঁয়াশা। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আমরা সবদিক বিবেচনা করে তদন্ত করছি।”
এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়েছে। এনসিসি থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরে এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। দেহটি বাইরে থেকে এনে ফেলা হয়েছে, নাকি ঘটনাস্থলেই মৃত্যু— তা তদন্ত করে দেখছে পুলিশ।
উল্লেখ্য, লিচুবাগান এলাকা নেশা ও নিগো ব্যবসার কারণে আগে থেকেই কুখ্যাত। ফলে এই মৃত্যুর সঙ্গে কোনো অপরাধচক্রের যোগ আছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।
সবশেষে প্রশ্ন রয়ে যায়— আগরতলা শহর কি ক্রমে অপরাধের আতুরঘরে পরিণত হচ্ছে? এখন দেখার বিষয়, এই ঘটনার কিনারা করতে এনসিসি থানার পুলিশ কতটা সময় নেয়।
প্রতিবেদন : মিঠুন ভৌমিক
