চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হজাগিরি ফেস্টিভ্যাল

2 Min Read
হজাগিরি ফেস্টিভ্যাল

চরম অব্যাবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠীত করা হলো রাজ্যভিত্তিক হজাগিরি ফেষ্টিবেল।

শান্তির বাজার মহকুমার বগাফা দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে এই বছর অনুষ্ঠীত করা হয় রাজ্যভিত্তিক হজাগিরি ফেষ্টিবেল। এই ফেষ্টিবেলের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা। পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা। বুধবার রাতে আনুষ্ঠানিক ভাবে এই মেলার শুভ সূচনা করা হয়। দুই দিনব্যাপী চলবে এই মেলা। মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপকহারে লোক সমাগম ঘটে।

মেলা কমিটির চরম অব্যাবস্থাপনার শিকার হতে হয়েছে মেলায় আগত লোকজনেরা। মেলায় সঠিক ভাবে যানবাহন পার্কিং এর ব্যাবস্থা না থাকার কারণে লোকজনেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। লোকজনের অভিযোগ মেলা কমিটি শুধুমাত্র মেলার নামে অর্থ উপার্জনের চিন্তা ভাবনা করেছে। গুঞ্জন উঠেছে সরকারি অর্থ কিভাবে নয় ছয় করা যায় তা নিয়ে মন যোগ দিয়েছে মেলা কমিটি। এছারা মেলায় যে সকল দোকানদাররা তাদের দোকান পাঠ নিয়ে এসেছে তাদের কাছ থেকে দোকান ভিটি দেওয়ার নাম করে বাঁকা পথে প্রচুর পরিমানে অর্থ আদায়ের অভিযোগ উঠে এসেছে মেলা কমিটির বিরুদ্ধে।

অন্যদিকে মেলার আমন্ত্রণ পত্রের মধ্যে স্থানীয় MDC সঞ্জীব রিয়াং এর নাম রাখা হয়নি। হজাগিরি ফেষ্টিবেল রিয়াং জনজাতিদের মেলা তা সত্বেও স্থানীয় রিয়াং জনজাতিদের MDC কে বাদ দিয়ে মেলা অনুষ্ঠিত করার চিন্তা ভাবনা করে সঞ্জীব রিয়াং এর নাম চিঠিতে রাখা হয়নি বলে অভিযোগ উঠছে । সকলের জনপ্রিয় MDC সঞ্জীব রিয়াং কে কেন মেলা কমিটি অবহেলার চোখে দেখেছে তানিয়ে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version