ভোটার তালিকা নিবিড় সংশোধনকে ঘিরে দাবির সুর চড়াল বামফ্রন্ট।
নিজস্ব প্রতিনিধি – ঊনকোটি।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে চার দফা সনদ পেশ করল সিপিআইএম। শুক্রবার গৌরনগরে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক ও সমাহর্তা ডক্টর তমাল মজুমদারের হাতে স্মারকলিপি তুলে দেন দলীয় নেতৃত্বরা।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, কুমারঘাট মহকুমা কমিটির সম্পাদক সমীরণ মালাকার এবং ভারপ্রাপ্ত জেলা সম্পাদক স্বপন বৈষ্ণব প্রমুখ।
দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য—
-
বিরোধী দলের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা
-
বি.এল.এ.-দের পার্শ্ববর্তী বুথ থেকে নিয়োগের সুযোগ প্রদান
-
পরিচয়পত্র সরাসরি নির্বাচন দপ্তর থেকে বিতরণ
-
প্রকৃত ভোটারদের অযথা হয়রানি বন্ধ করা
প্রসঙ্গত, স্মারকলিপি জমা দেওয়ার পর স্বপন বৈষ্ণব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ভোটার তালিকা সংশোধন গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ। স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা বজায় থাকলেই সাধারণ ভোটারদের আস্থা অটুট থাকবে। নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ ও ভয়ের পরিবেশমুক্ত রাখতে প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।”
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এই দাবিপত্র প্রশাসনের কাছে পৌঁছনোর পর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার ক্ষেত্রে চাপ তৈরি করবে।