নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে ৩১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সমাজের নানা স্তরের মানুষ উৎসাহের সঙ্গে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং সাংসদ রাজিব ভট্টাচার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় সমাজকর্মী এবং বহু বিশিষ্টজন।
মেয়র দীপক মজুমদার তাঁর বক্তব্যে জানান, রক্তদান একটি মহান মানবিক কাজ, যা কেবল অসুস্থ মানুষের জীবন বাঁচায় না, সমাজে ঐক্যের বার্তাও ছড়ায়। একইভাবে সাংসদ রাজিব ভট্টাচার্জীও রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এই ধরনের উদ্যোগ মানবসেবার প্রকৃত উদাহরণ।”
রক্তদান শিবিরে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল রক্তদাতাদের হাতে সনদপত্র ও কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে স্মারক তুলে দেওয়া হয়।
এই উদ্যোগে স্পষ্ট হলো—নেতৃত্বের অনুপ্রেরণা ও সামাজিক দায়বদ্ধতা মিলেমিশে গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।