নিজস্ব প্রতিনিধি,আগরতলা ৯ই সেপ্টেম্বর ২০২৫ : বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীদের দাবিতে ভূতুরিয়া বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ
ভূতুরিয়া বিদ্যুৎ দপ্তরের সামনে আজ বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা জোরদার বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নিয়মিতকরণসহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভে উপস্থিত কর্মীবৃন্দরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে বেতন প্রদান করা হচ্ছে, যার ফলে তাঁদের চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে। কর্মীদের দাবি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাঁদের দ্রুত নিয়মিত করতে হবে এবং বেতন-ভাতা প্রদানে কর্তৃপক্ষকে ইতিবাচক ভূমিকা নিতে হবে।
আউটসোর্সিং কর্মীদের একাংশ জানিয়েছেন, বিদ্যুৎ নিগমের কার্যক্রমে তাঁরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই আজকের এই আন্দোলন থেকেই তাঁরা কর্তৃপক্ষের প্রতি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেন—দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।