বি আর আম্বেদকর হাসপাতালে শুরু হল উত্তর পূর্বাঞ্চলের সবথেকে বড় ডায়ালাইসিস পরিষেবার।।।।
ই-এজ হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড বি আর আম্বেদকর হাসপাতালের সঙ্গে যৌথভাবে হাপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের বৃহত্তম ডায়ালাইসিস ইউনিট চালু করল। ৩০ জন রোগীকে একসঙ্গে ডায়ালাইসিস পরিসেবা প্রধান করবে তারা।এই অঞ্চলে বিশ্বমানের রেনাল কেয়ার আনার জন্য 30টি হাই-এন্ড ডায়ালাইসিস মেশিন, অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে গতকাল থেকে ট্রায়াল রান হিসেবে এই সুবিধাটি কাজ শুরু করেছে । গতকাল এবং আজ বিনামূল্যে দেয়া হয় এই পরিষেবা। ক্রনিক কিডনি রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সারা দেশে এবং বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সুবিধাগুলি অপর্যাপ্ত। ভারতে কিডনি রোগের কারণে প্রতিদিন প্রায় 550 জন মারা যায়। ত্রিপুরা মেডিক্যাল কলেজের সিইও ডক্টর স্বপন সাহা বলেন যে “ত্রিপুরা মেডিকেল কলেজের ডায়ালাইসিস ইউনিটটি সত্যিই বিশ্বমানের যার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে৷ এই সংযোজনের ফলে ত্রিপুরা মেডিকেল কলেজ একটি ভিন্ন উচ্চতায় যাবে৷ হেলথ কেয়ার ইকোসিস্টেম আমাদের স্বপ্নকে সত্যি করায় আমরা সকল স্টেকহোল্ডারদের কাছে কৃতজ্ঞ।”নতুন উদ্যোগটি ই-এজ হেলথ কেয়ারের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে, যা পশ্চিমবঙ্গে “ডায়াল এ ডায়ালাইসিস” নামে কাজ করে। ই-এজ হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাঃ জয় বসু, এই প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডাঃ বসু বলেন, “এই মহৎ উদ্যোগ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহার নির্দেশনা ও সমর্থন ছাড়া সম্ভব হত না। ত্রিপুরা মেডিকেল কলেজে আমাদের অত্যাধুনিক সুবিধা বিশ্বমানের ডায়ালাইসিস পরিষেবা প্রদান করবে। প্রতি অধিবেশনে সাশ্রয়ী মূল্যে অনুসরণ করে, শুধুমাত্র ত্রিপুরার জনগণই নয়, আশেপাশের রাজ্য এবং প্রতিবেশী দেশগুলি থেকেও উপকৃত হচ্ছে। এখানে বিশ্বমানের পরিষেবা পেতে হলে আয়ুষ্মান ভারত প্রকল্পের রোগীদের পনেরশো টাকা থেকে অন্যান্য রোগীদের ২৮০০ টাকা খরচ করতে হবে।