আততায়ীর গুলিতে শহীদ তপন চক্রবর্তীর আত্মত্যাগ

2 Min Read
যুব নেতা তপন চক্রবর্তীর ২৬তম শহীদান দিবস পালিত | Planet Tripura -

যুব নেতা তপন চক্রবর্তীর ২৬তম শহীদান দিবস পালিত

আততায়ীদের হাতে নিহত ভারতীয় যুব ফেডারেশন (DYFI)-এর যুব নেতা তপন চক্রবর্তীর ২৬তম শহীদান দিবস পালন করা হলো DYFI ও TYF তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক, খোয়াই বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শহীদ তপন চক্রবর্তীর আত্মত্যাগ

২০০০ সালের ৩১ আগস্ট, প্রয়াত যুব নেতা তপন চক্রবর্তী সহকর্মীদের নিয়ে কল্যাণপুর এলাকার বাগান বাজারের শান্তিনগর থেকে শান্তি সভা শেষ করে ফেরার পথে খোয়াই নদীর খেয়া ঘাটে আততায়ীর গুলিতে শহীদ হন। সেই থেকেই প্রতিবছর এই দিনে সংগঠনের উদ্যোগে শহীদান দিবস পালিত হয়ে আসছে।

এ বছরের কর্মসূচি

প্রতিবছরের মতো এ বছরও সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্পস্তবক ও মাল্যদান করা হয়। পরে এক জনসভায় মিলিত হন নেতৃত্বরা।

সভায় বক্তারা স্মরণ করেন, তৎকালীন সময়ে রাজ্যে জাতি ও উপজাতির মধ্যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় জাতি-উপজাতির মধ্যে ঐক্য ও মৈত্রী সুদৃঢ় করতে শান্তি নগরে সভা করেছিলেন তপন চক্রবর্তী। ফেরার পথে তাঁর উপর চালানো হয় আততায়ী হামলা।

নেতৃত্বরা বলেন, তপন চক্রবর্তীর আত্মত্যাগ আজও রাজ্যের যুব সমাজকে প্রেরণা দিয়ে চলেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version