গোমতী জেলায় দুদিনব্যাপী কলা উৎসব | সংস্কৃতির মিলনমেলা

2 Min Read
planettripura

গোমতী জেলায় দুদিনব্যাপী কলা উৎসব ২০২৫: শিল্প-সংস্কৃতির মিলনমেলা

উদয়পুর, ২৮ আগস্ট:
স্কুল ছাত্র-ছাত্রীদের শৈল্পিক প্রতিভা লালন ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষায় শিল্পকলার প্রচারের উদ্দেশ্যে আয়োজিত হলো গোমতী জেলা ভিত্তিক কলা উৎসব ২০২৫। বৃহস্পতিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে উৎসব মুখর পরিবেশে এর শুভ সূচনা হয়।

বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে সমগ্র শিক্ষার উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক উৎসব হয়ে উঠেছিল এক অনন্য মিলনমেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, উদয়পুর পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথার, সমাজসেবী সবিতা নাগ, জেলা শিক্ষা অধিকারিক কল্যাণ ভদ্র সহ আরো অনেকে।

উদ্বোধনী ভাষণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন—

“পড়াশোনার পাশাপাশি ছেলে-মেয়েদের সাংস্কৃতিক ক্ষেত্রে মেধার জাগরণ ঘটাতে কলা উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যৎ জীবন গড়তে এই উৎসব বড় ভূমিকা রাখছে। শিক্ষা ব্যবস্থার মান উন্নত করতে এবং ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।”

কলা উৎসবের তাৎপর্য

২০১৫ সালে ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হয় কলা উৎসব। প্রতি বছর জেলা, রাজ্য ও জাতীয় স্তরে আয়োজিত এই উৎসবের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। জেলা ভিত্তিক উৎসব থেকে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করে, আর রাজ্য স্তরের নির্বাচিতরা পৌঁছে যায় জাতীয় মঞ্চে।

শিল্প-সংস্কৃতির রঙে রঙিন উৎসব

উৎসবের প্রথম দিনেই নৃত্য, সংগীত ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিল্পীরা তাদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করেন। উৎসব প্রাঙ্গণ ভরে ওঠে এক সাংস্কৃতিক আবহে।

গোমতী জেলার এই কলা উৎসব ২০২৫ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং নতুন প্রজন্মকে সৃজনশীলতার মাধ্যমে শিক্ষিত ও অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version