SSC GD’র শারীরিক পরীক্ষা রাজ্যে করানোর দাবি

2 Min Read
planettripura.

মিজোরামে চূড়ান্ত অব্যবস্থা,

SSC GD’র শারীরিক পরীক্ষা রাজ্যে করানোর দাবি পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট :
স্টাফ সিলেকশন কমিশনের (SSC) জেনারেল ডিউটি কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা (Physical Test) রাজ্যে আয়োজনের দাবি তুললেন কোয়ালিফাইড পরীক্ষার্থীরা।

সম্প্রতি মিজোরামের আইজল-এ গিয়ে পরীক্ষার্থীরা নানা অব্যবস্থার শিকার হন। ফলে বাধ্য হয়ে তারা পরীক্ষার মাঝপথেই রাজ্যে ফিরে আসেন। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে একত্রিত হয়ে তারা লোকসভার সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে এই পরীক্ষা পুনরায় রাজ্যে আয়োজনের দাবি জানান।

পটভূমি

SSC-র মাধ্যমে বিএসএফ, CISF, CRPF, ITBP, SSB, SSF এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোসহ বিভিন্ন বাহিনীতে সিপাহি পদে নিয়োগ হয়। সারা দেশব্যাপী তিন পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে প্রার্থীদের নির্বাচন করা হয়।

২০২৫-২৬ সালের জন্য শারীরিক পরীক্ষার কেন্দ্র হিসেবে মিজোরামের আইজল নির্ধারণ করে SSC কর্তৃপক্ষ। রাজ্য থেকে প্রায় ৬০০০ পরীক্ষার্থী সেখানে যান শারীরিক পরীক্ষায় অংশ নিতে।

কিন্তু পরীক্ষার্থীদের অভিযোগ—

  • আইজলে চূড়ান্ত অব্যবস্থা বিরাজ করছিল।

  • পরীক্ষা দিতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

  • পর্যাপ্ত অবকাঠামো ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব দেখা যায়।

ফলে তারা রাজ্যে ফিরে এসে দাবি তুলেছেন, পূর্ববর্তী বছরের মতো এবারও যেন ত্রিপুরাতেই শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগের পরিসংখ্যান

এই বছর সারাদেশে মোট ৫৩,৬৯০টি শূন্য পদ পূরণ হবে। এর মধ্যে—

  • পুরুষদের জন্য ৪৮,৩২০টি পদ

  • মহিলাদের জন্য ৫,৩৭০টি পদ

ত্রিপুরা থেকে এই পরীক্ষার জন্য প্রায় ৬,০০০ পরীক্ষার্থী কোয়ালিফাইড হয়েছেন।

সামনে কী?

এখন দেখার বিষয়, সাংসদ বিপ্লব কুমার দেব পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি উত্থাপন করেন কিনা

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এত বিপুল সংখ্যক রাজ্যীয় পরীক্ষার্থীর দাবি উপেক্ষা করা সম্ভব নয়। যদি এই পরীক্ষা রাজ্যে আয়োজিত হয়, তবে তা বহু পরীক্ষার্থীর জন্য স্বস্তি বয়ে আনবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version