কংগ্রেসের মহাকরন অভিযান | রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি

2 Min Read

রাজ্যে আইনশৃঙ্খলা, বেকারত্ব ও নেশার কারবার নিয়ে কংগ্রেসের মহাকরন অভিযান

আগামী ৩০ আগস্ট থেকে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট :
ত্রিপুরায় আইনশৃঙ্খলার অবনতি, বেকারত্ব, নেশার রমরমা কারবার ও শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেস দল আগামী ৩০ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত রাজ্যব্যাপী মহাকরন অভিযান কর্মসূচি হাতে নিয়েছে।

বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন,

  • বর্তমান বিজেপি সরকার সমস্ত দিক থেকে ব্যর্থ প্রমাণিত হয়েছে।

  • রাজ্যে আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে, বিশালগড় মহকুমার সাম্প্রতিক ঘটনাই তার বড় প্রমাণ।

  • নেশা ব্যবসার বিস্তার যুবসমাজকে ধ্বংস করছে, অথচ সরকার এ বিষয়ে নীরব।

  • প্রশাসনে ৫০ হাজারেরও বেশি শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।

  • ২০২২ সালের TET পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ হয়নি, চাকরিপ্রার্থীরা অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছেন।

প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, শাসক দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও লুটপাটে জড়িত এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধে শাসক দলের নেতাদের নাম জড়ালেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিনি বলেন, “২০১৮ সালের নির্বাচনের আগে বিজেপি নেতারা মিস কলের মাধ্যমে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। মানুষ বুঝে গিয়েছে ডাবল ইঞ্জিন সরকার আসলে দুর্নীতির ইঞ্জিন।”

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ৩০ আগস্ট আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু হবে এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য শহর ঘুরে মহাকরনে যাবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগের তুলনায় কংগ্রেস এখন অনেক বেশি সক্রিয়। নিয়মিত কর্মসূচি ও আন্দোলনে অংশ নিচ্ছে তারা। ফলে এই সপ্তাহব্যাপী মহাকরন অভিযান শাসক বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মত রাজনৈতিক মহলের।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version