সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, বিশালগড়ে

1 Min Read
Planet Tripura -সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়:
আবারও আক্রান্ত হলেন সংবাদকর্মী। সোমবার গভীর রাতে দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে গুরুতর হামলার শিকার হলেন বিশালগড় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রাসেল আহমেদ। ঘটনাটি ঘটেছে বিশালগড় মহকুমা হাসপাতালে।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, রাধানগর এলাকার নেশা কারবারি ও পাচারকারী বিক্রম সরকার হাসপাতালের ভেতরে সাংবাদিক রাসেল আহমেদের উপর এলোপাথাড়ি আক্রমণ চালায়। এমনকি হাসপাতালের স্যালাইনের লোহার স্ট্যান্ড দিয়ে তাঁর মাথা ফাটানোর চেষ্টা করে। উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত হস্তক্ষেপ করে রাসেল আহমেদকে উদ্ধার করেন।

হামলায় সাংবাদিকের—

  • নাক দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়

  • মাথার পেছনে আঘাত লাগে ও ফোলা দেখা দেয়

  • বুকে ব্যথা ও বমি শুরু হয়

  • ক্যামেরা (মোবাইল ফোন) ভেঙে দেওয়া হয়

  • পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত বিক্রম সরকার

আহত সাংবাদিককে চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্য সদস্যরা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তাঁরা অভিযুক্ত বিক্রম সরকারকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন।

প্রেসমহলে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। সাংবাদিক মহল একবাক্যে জানিয়েছেন—
👉 সংবাদ সংগ্রহ করতে গিয়ে বারবার সাংবাদিকদের উপর হামলা মুক্ত গণমাধ্যমের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version