পিস্তল উদ্ধার। আমতলী উত্তর মধ্যপাড়া দীপঙ্কর সেনের বাড়িতে।

3 Min Read
Planet Tripura - পিস্তল উদ্ধার। আমতলী উত্তর মধ্যপাড়া দীপঙ্কর সেনের বাড়িতে। Arms Recovered Amtali

শারোদোৎসবের প্রাক্কালে শহরে অস্ত্রের ঝলকানি, উদ্ধার ৪টি দেশী পিস্টল, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৬ আগস্ট : পুজোর প্রাক্কালে আবারো শহরে অপরাধের নীলনকশা। গোটা আগরতলা শহর যখন গণেশ বন্দনায় মাতোয়ারা তখন মঙ্গলবার সন্ধ্যারাতে শহর দক্ষিনাঞ্চলের আমতলী থানা এলাকা থেকে উদ্ধার হয় চারটি ইন্ডিয়ান মেইড পিস্টল।

খবরে প্রকাশ, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ আমতলী থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় থানা এলাকার উত্তর মধ্যপাড়া দিপঙ্কর সেনের বাড়িতে। অভিযানে তার বাড়ির একটি ঘর থেকে শরিষার তেলের প্যাকেট থেকে চারটি ইন্ডিয়ান মেইড পিস্টল ও ৭ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এক লিটারের শরিষার তেলের প্যাকেটে একটি করে পিস্টল ঢুকিয়ে ভালো করে প্যাকেট সিল করে রাখা হয়। ম্যাগজিনগুলি ছিলো খালি। তবে পুলিশি অভিযানের আচ করতে পেরে বাড়ির মালিক দিপঙ্কর সেন পালিয়ে যেতে সক্ষম হয়। বাড়িতে ছিলো তার বৃদ্ধ মা। অভিযুক্ত দিপঙ্কর সেন পেশায় দিনমজুর বলে খবর।

ঘটনার খবর পেয়ে ঘটলাস্থলে ছুটে যান পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ ফরেন্সিক টিম। কি করে কোথা থেকে এই পিস্টল গুলি আনা হয়েছে। কি উদ্যেশ্যে,শহর এলাকায় এগুলি মজুদ রাখা হয়েছে এসব প্রশ্নের জবাব খোজতে পুলিশ তদন্ত শুরু করেছে৷ অন্যদিকে অভিযুক্ত দিপঙ্কর সেনকে জালে তুলতে চিরুনী তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তবে পুজোর প্রাক্কালে এতোগুলো পিস্টল উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে রাজ্যে আইনের শাসন আর আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। শহর আগরতলা স্মার্ট সিটি হওয়ার পাশাপশি যেনো অপরাধ নগরীতেও পরিনত হচ্ছে দিনে দিনে। প্রায় প্রতিদিন খুন, সন্ত্রাস,ধর্ষন, বধু নির্যাতন, বধু হত্যার মতো ঘটনা সামনে আসছে।

পুলিশ মন্ত্রী থেকে শুরু করে রাজ্য পুলিশের মহানির্দেশক আইন শৃঙ্খলা উন্নতির গল্প শুনাচ্ছেন। অথচ ক্রাইম নেভার এন্ডস পন্থা অবলম্বন করে অগ্রসর হচ্ছে সমাজদ্রোহীরা৷ রাজনৈতিক মদতপুষ্ঠ হয়েই চলছে নেশা সহ আগ্নেয়াস্ত্রের ঝলকানী। থানা পুলিশ একেবারে নিস্ক্রিয় ঘটনা তা না হলেও ক্ষমতা একেবারেরি কুক্ষিগত বলে অভিমত শহরের শান্তিপ্রিয় নাগরিক সমাজের।

ভদ্রবেশী সমাজদ্রোহীদের আধিপত্য ক্রমশ বিস্তার পাচ্ছে গোটা রাজ্যে। একদিকে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে অন্যদিকে মাফিয়ারা প্রশাসন চালাচ্ছে। গোলা বারুদ আর অস্ত্র সস্ত্রে সজ্জিত হচ্ছে সমাজদ্রোহীরা। ফলে এই অবস্থায় নাগরিকরা জান মাল নিরাপত্তা নিয়ে ক্রমশ সন্দিহান হয়েই দিনাতিপাত করছেন।

এখন দেখার আমতলী এলাকার এই পিস্টল উদ্ধার কান্ডে অপরাধী ও অপরাধের পরিকল্পনার হদিশ বের করতে কত সময় লাগায় জেলা পুলিশ সুপার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version