কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা!

2 Min Read
Planet Tripura -কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা!

শিয়ালদহ থেকে সাব্রুম আসার পথে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা! পাশাপাশি সন্দেহভাজন যুবক আটক হয়!!

 

গতকাল রাতে শিয়ালদহ থেকে সাব্রুম আসার পথে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা। পাশাপাশি সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। যদিওবা তার কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়নি বলে জানান জিআরপি পুলিশ।

তারপরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক সন্দেহভাজন যুবকের নাম জামাল হোসেন। সোমবার রাতে বিএসএফ ও জিআরপি পুলিশ একটি ব্যাগে মোট ছয় প্যাকেট গাঁজা উদ্ধার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে। জানা যায়,কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি কামরায় কিছু বিএসএফ জওয়ানরা ছিল। সেই কামরায় জামাল হোসেন নামে এক যুবক উদয়পুর থেকে উঠে। উঠার পর যুবকের গতিবিধি সন্দেহভাজন হওয়াতে বিএসএফ নজর রাখে।

এরপর বিলোনিয়া রেল স্টেশনে আসার পর জিআরপি পুলিশের সহযোগিতায় রেলের কামরা থেকে একটি ব্যাগ উদ্ধার করে। পরবর্তী সময়ে ব্যাগ খোলার পর ছয় প্যাকেট গাঁজা উদ্ধার হয়। জামাল হোসেন নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে অস্বীকার করে সে কিছু জানে না এবং তার ব্যাগ না। সে জানায় তার কাকার এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল।

তবে কোন জায়গা সে জানে না। সন্দেহভাজন অবস্থায় যুবকটিকে আটক করার পর, তার সাথে থাকা অন্য জন পালিয়ে যায়। জিআরপি থানার কর্তব্যরত অফিসার জানান মঙ্গলবার বিলোনিয়া আদালতে তোলা হবে উদ্ধারকৃত গাঁজা সহ সন্দেহভাজন যুবককে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version