অটো চলকের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

2 Min Read

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৬ আগস্ট : দারিদ্রতা কিংবা প্রতিকুল পরিস্থিতি কখনো সততার অন্তরায় হতে পারে না। সততাই মানুষের জীবিনের শ্রেষ্ঠ সম্পদ, এই কথাটি বারংবার প্রমানিত হয়েছে ৷ সোমবার আরও একবার সততার পরিচয় দিয়ে প্রকৃত মানুষের পরিচয় দিলেন এক অটো চালক। টাকা পয়সা, সোনা গয়না কোনো কিছুর লোভই যেন বশ করতে পারেনি তাকে। অটোতে ফেলে যাওয়া যাত্রীর মুল্যবান ব্যাগ থানায় জমা দিয়ে বিরাট আর্থিক ক্ষতির হাত থেকে বাচিয়ে দিলেন যাত্রীকে। খবরে প্রকাশ, শহর আগরতলার অটোচালক সুজিত দেবনাথ গতকাল রাতে যাত্রী নিয়ে রওনা দেন। দুই থেকে তিন জন যাত্রীকে তাদের গন্তব্যে নামিয়ে দেওয়ার পর হঠাৎ তিনি দেখতে পান, তাঁর অটোর পেছনের সিটে একটি মহিলাদের ব্যাগ পড়ে আছে। ব্যাগ দেখে তিনি অনুমান করেন, এটি কোনো এক যাত্রী ভুলবশত ফেলে গিয়েছেন। সততার পরিচয় দিয়ে তিনি সাথে সাথেই যোগাযোগ করেন স্থানীয় সাংবাদিকদের সাথে। এরপর সাংবাদিকদের সহযোগিতায় রাতেই তিনি ব্যাগটি জমা দেন পশ্চিম আগরতলা থানায়। রাতেই সামাজিক মাধ্যমে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে এই হারানো ব্যাগের খবর ছড়িয়ে পড়ে। আজ সকালে সেই সংবাদ দেখে ব্যাগের প্রকৃত মালিক থানায় এসে যোগাযোগ করেন। পুলিশ ব্যাগটি যাচাই-বাছাইয়ের পর তাঁর হাতে তুলে দেন। জানা গেছে, ব্যাগটির ভেতরে ছিল নগদ টাকা, স্বর্ণালংকার ও বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র। ব্যাগ হারিয়ে মালিক প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সুজিত দেবনাথের সততার কারণে তিনি পুনরায় তাঁর যাবতীয় সামগ্রী ফিরে পান। ব্যাগটি ফিরে পেয়ে মহিলা বলেন, তিনি ভেবেছিলেন আর কখনও ব্যাগটি ফিরে পাবেন না। কিন্তু সুজিত দেবনাথের মতো সৎ মানুষের জন্য আজ সবকিছু সহ ব্যাগটি ফিরে পেয়েছেন। তাঁকে এবং সংবাদ মাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় সাধারণ মানুষ অটোচালক সুজিত দেবনাথকে কুর্নিশ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, তাঁর এই সততা সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যদিকে যতই প্রতিকুলতা থাকুক না কেন, মানুষ চাইলেই সৎে অবিচল থাকতে পারেন, তার উজ্জ্বল উদাহরন অটো চালক সুজিত দেবনাথ বলেই অভিমত শুভবুদ্ধিসম্পন্ন মহলের।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version