স্কুল-কলেজ পড়ুয়া থেকে কৃষক—সবাই ভোগান্তিতে

2 Min Read
News Update | Planet Tripura -

সমরেন্দ্রগঞ্জ কিল্লাটিলা থেকে সোনিয়ারখিল-মাধবনগর রোডের বেহাল অবস্থা, এলাকাবাসীর দাবী দ্রুত মেরামতের

সমরেন্দ্রগঞ্জ কিল্লাটিলা থেকে সোনিয়ারখিল হয়ে মাধবনগরের সঙ্গে যুক্ত হওয়া ইটের রাস্তাটি বর্তমানে একেবারেই বেহাল অবস্থায় পৌঁছেছে। দীর্ঘদিন ধরে সড়কটির সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় জায়গায় জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে চলাচল আরও কষ্টকর হয়ে যায়। ফলে প্রতিদিন এ পথে যাতায়াতকারী গাড়ি, বাইক এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, এই সড়কটি কেবলমাত্র মাধবনগর নয়, আশপাশের একাধিক গ্রামের মানুষদের জন্যও গুরুত্বপূর্ণ সংযোগের পথ। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষিপণ্য বাজারজাত করা কৃষকরাও নিয়মিত এই রাস্তা ব্যবহার করে থাকেন। অথচ রাস্তার বর্তমান অবস্থার কারণে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে, অনেক সময় দুর্ঘটনাও ঘটে যাচ্ছে।

এছাড়া, ওই রাস্তায় একটি ব্রিজ রয়েছে, যেটি দিন দিন ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। ব্রিজের মেঝে ও পিলারে ফাটল দেখা দিয়েছে, ফলে ভারী যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, অচিরেই যদি ব্রিজটি সংস্কার না করা হয়, তবে তা ভেঙে পড়তে পারে এবং তখন পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এই পরিস্থিতিতে এলাকার জনগণ সরকারের প্রতি জোরালো দাবি তুলেছেন, দ্রুত এই ইটের রাস্তা ও ব্রিজটির মেরামতের ব্যবস্থা করতে হবে। তাদের অভিযোগ, বারবার প্রশাসনকে অবগত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকার এক বাসিন্দা বলেন, “আমরা বহুদিন ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছি। বাচ্চাদের স্কুলে যাওয়া, রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া—সবকিছুতেই দেরি হয়। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বড় বিপদ ঘটতে পারে।”

এখন দেখার বিষয়, সাধারণ মানুষের এই ন্যায্য দাবি কত দ্রুত কর্তৃপক্ষের নজরে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ, রাস্তা ও ব্রিজ দুটিই যদি অচল হয়ে যায়, তবে কয়েকশো মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরম সংকটে পড়বে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version