ধর্মনগর নাবালিকা ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ

1 Min Read

ধর্মনগর বিশেষ আদালতে নাবালিকা ধর্ষণ মামলায় অবশেষে রায়দান ঘোষণা হলো। অভিযুক্ত সমীর নাহা সহ নাবালিকার মা সাধনা চক্রবর্তী এবং বড় বোন শিবানী চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ঘটনাটি ২০২১ সালে করোনা মহামারির সময়ের। ধর্মনগরের নয়াপাড়ার একটি ভাড়া বাড়িতে থাকাকালীন অভিযুক্ত সমীর নাহা মদ্যপ অবস্থায় নাবালিকাকে ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়।
রক্তক্ষরণ শুরু হলে নাবালিকা তার মা সাধনা চক্রবর্তী ও বড় বোন শিবানী চক্রবর্তীকে জানায়। কিন্তু পারিবারিক আর্থিক সঙ্কটের যুক্তি দেখিয়ে অভিযুক্তের অপরাধ আড়াল করতে বলেন তারা। একসময় বাধ্য হয়ে ভুক্তভোগী চাইল্ডলাইনে অভিযোগ জানায়। এরপর চাইল্ডলাইনের তরফে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পোকসো আইনের ১৩ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তদন্তকারী অফিসার সঞ্চিতা নাথ চার্জশিট জমা দেন। অবশেষে ১৭ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে সোমবার আদালত রায়দান ঘোষণা করে।সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা জানান—সমীর নাহাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড।পোকসো আইনে অতিরিক্ত ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা।নাবালিকার মা সাধনা চক্রবর্তী এবং বড় বোন শিবানী চক্রবর্তীকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version