রাজ্য সরকারের নতুন নির্দেশিকা ঘিরে ফের উত্তেজনা। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহর এলাকার সমস্ত অটো রিক্সার সামনের অংশ ২৫ আগস্টের মধ্যে গোলাপি রঙে রঙ করতে হবে। পাশাপাশি শহরের বাইরের অটো রিক্সাগুলি শহরে প্রবেশ করতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে একের পর এক শ্রমিক সংগঠন রাস্তায় নেমেছে। ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন সরকারের কাছে নির্দেশিকা বাতিলের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করেছে।
আজ, ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন (ত্রিপুরা রাজ্য কমিটি)-র উদ্যোগে পরিবহন দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয়।
ডেপুটেশনের সময় সংগঠনের নেতা অমল চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন—
“অটো রিক্সা নিয়ে রাজ্য সরকারের কোন নির্দিষ্ট নীতি নেই। আজ বলছে মিটার বসাতে হবে, কাল বলছে রং পাল্টাতে হবে, আবার বাইরের অটো শহরে ঢুকতে পারবে না। আসলে সরকার শ্রমিকদের উপর জুলুম চালাচ্ছে। নীতিমালা না থাকায় অটো শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।”
তিনি আরও দাবি করেন, এই সমস্যা থেকে স্থায়ী সমাধানের জন্য দ্রুত একটি সুনির্দিষ্ট নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন, যাতে অটো শ্রমিকদের আর হয়রানির মুখোমুখি হতে না হয়।