পুকুরে পড়ে আড়াই বছরের শিশু মৃত্যু , বাঁচানো যায়নি বিবেককে, বাড়ির পাশের পুকুরে ডুবে মৃ@ত্যু আড়াই বছরের বিবেক ঘোষের।সকাল থেকেই বিবেককে খুঁজে না পেয়ে হন্যে হয়ে ঘুরতে থাকে বাড়ির লোকেরা।হঠাৎ বাড়ির পাশের এক পুকুরের জলে উদ্ধার হয় বিবেকের দেহ।
সাত সকাল থেকে নিখোঁজ আড়াই বছরের শিশুর দেহ উদ্ধার পাড়ার পুকুরে। তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতাল আনলে আশঙ্কাজনক অবস্থায় হাঁপানিয়া রেফার করা হয়। ঘটনা সোমবার সকালে বিশালগড় থানাধীন নীলকমল এলাকায়। হাঁপানিয়া হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করে। শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকে ছায়া নেমে আসে।