খুমুলুঙে গুলিকাণ্ড ! আহত দু’জন

2 Min Read

গুলিতে জখম ২, আতঙ্ক

এডিসির সদর দফতরে পিঙ্গুলের গুলিতে গুরুতর জখম এক টমটম চালক। আহত আসাম রাইফেলস-র এক প্রাক্তন সেনা। আহত দু’জনকেই জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় শহিদ দেববর্মা নামে এক যুবকের বিরুদ্ধে মামলা জমা পড়েছে। তার কাছে ৯এমএম পিস্তলটি ছিলো। সোমবার গভীর রাতে নাগাদ গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে খুমুলুভের ধূপমালি বাজারে।আহত প্রাক্তন সেনা হরিকুমার দেববর্মা জানিয়েছেন,তার একটি মুদিমালের দোকান রয়েছে। রাতে দোকানেই তিনি বসেছিলেন। এমন সময় শহিদ দেববর্মা সহ দুই যুবক দোকান বন্ধ করতে নির্দেশ দেয়।শহিদের সঙ্গে আরও এক যুবক গুলতি নিয়ে আসে। ওই যুবক গুলতি দিয়ে তার মাথায় আঘাত করে। এরপরই পিস্তল দেখিয়ে হুমকি দিতে শুরু করে শহিদ। এখনও দোকান কেন বন্ধ করা হয়নি তার জন্য হুমকি দেওয়া হয়। নেশাগ্রস্ত অবস্থায় ছিলো এই যুবকরা। হরি কুমারের পাশেই ছিলেন টমটম চালক বিধু কুমার দেববর্মা। হরি কুমারের উদ্দেশ্যে গুলি করলে সেই গুলি বিধুর পায়ে লাগে। গুলির আওয়াজে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। গুলি করে চলে যায় অভিযুক্তরা। পুলিশ খবর পেয়ে ছুটে আসে। আহত দু’জনকেই উদ্ধার করে জিবিপি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হরিকুমার জানান, ধূপমালি বাজার এলাকায় বহু বছর ধরে গুলি চালানোর ঘটনা তিনি দেখেননি। এলাকায় এই প্রথম গুলি চলেছে। পিস্তল নিয়ে কেন হঠাৎ তার উপর আক্রমণ হয়েছে তিনি বুঝতে পারছেন না। এদিকে গুলিকাণ্ডে গোটা এলাকার মানুষ রাতে বেরিয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version