ত্রিপুরা নার্স কাউন্সিলের উদ্যোগে সেবিকা দিবস প্রতিপালন

2 Min Read

ত্রিপুরা নার্স কাউন্সিলের উদ্যোগে ব্যাপক উৎসাহের সাথে রবীন্দ্র ভবনের এক নম্বর হলে 205 তম আন্তর্জাতিক সেবিকা দিবস প্রতিপালন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, স্বাস্থ্য সচিব কিরণ গিত্বে, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিনের এই অনুষ্ঠানে একেবারে শুরুতেই মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সম্মিলিতভাবে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আজকের দিনটার তাৎপর্য সব স্থানে ব্যাখ্যা করেন। বিশেষ করে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে সামনে রেখে গোটা পৃথিবীজুড়ে নার্সেস দিবস প্রতিপালন করা হয় উনার জীবনের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন নাইটিংগেলকে অনুসরণ করলেই প্রকৃত অর্থে সেবার মানসিকতায় এগিয়ে যাওয়া সম্ভব হবে। এছাড়া মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে যে সমস্ত নার্সরা দিনরাত পরিশ্রম করে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করে চলেছে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন আগামী দিনেও সেবার মানসিকতায় ভর করে নার্সরা সার্বিক প্রয়োজনে নিজেদের নিয়োজিত রাখবে। ত্রিপুরা রাজ্যের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি হচ্ছে এই সময়ে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে পরিকল্পনামাফিক উন্নয়ন অন্যান্য ক্ষেত্রের মত বিভিন্ন নার্স ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোতে পরিলক্ষিত হচ্ছে, যার প্রভাব রাজ্যে পরিলক্ষিত হয়। সার্বিকভাবে চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং চিকিৎসা কর্মীদের সম্মিলিত প্রয়াসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়ন হচ্ছে, কিন্তু মাঝেমধ্যে কোন বিষয় নেতিবাচক প্রভাব তৈরি করলে মানুষ যেভাবে ভূমিকা পালন করে তা প্রকৃত অর্থে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের অবদানকে অস্বীকার করার সমতুল্য হলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও জানান কোন কোন ক্ষেত্রে অবহেলার মতো বিষয়গুলো সামনে আসলে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই পদক্ষেপ গ্রহণ করে। মুখ্যমন্ত্রী ছাড়াও আজকের দিনটার তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সার্বিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করে আলোচনা রাখেন মন্ত্রী টিংকু রায় ,স্বাস্থ্য সচিব কিরণ গীত্যে স্বাস্থ্য অধিকর্তা তপন মজুমদার প্রমুখ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version