নিজের সঙ্গিনীর চরম সুখের জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো আন্তরিকতা ও সম্মান। তার চাহিদা ও অনুভূতিকে গুরুত্ব দিন। ধৈর্য সহকারে তার অনুভবের প্রতিক্রিয়া বুঝুন এবং সম্পর্কের প্রতিটি মুহূর্তে উষ্ণতা ও ভালোবাসা প্রকাশ করুন। এছাড়া শারীরিক ঘনিষ্ঠতার পাশাপাশি মানসিক সংযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গিনীর অনুভূতির প্রতি যত্নবান হওয়া, তার ইচ্ছার প্রতি সম্মান দেখানো এবং পরস্পরের মধ্যে গভীর বিশ্বাস গড়ে তোলাই সুখী সম্পর্কের মূল চাবিকাঠি। আসুন জেনে নিন স্টেপ বাই স্টেপ – নিন্মে কিছু টিপস দেওয়া হলো –
প্রথমে চুমু দিবেন না , আগে ওর হাবভাব বুঝবেন। দাড়ি না কামানোঃ কারণ দাড়ি সংস্পর্শে আসলে মেয়েরা আনন্দ বেশি উপভোগ করে।
আস্তে আস্তে স্তন টিপুন। স্তনের বোটায় কামড় হালকা কামড় দিন। আঙ্গুল দিয়ে স্তনের বোটা টিপুন। সঙ্গিনীর দেহের অন্যান্য অঙ্গে চুমু দিন। আস্তে আস্তে সঙ্গিনীর কাপড়চোপড় খুলতে থাকুন। শক্ত করে সঙ্গিনীর উপর চড়াও হন।
আর কি আবার আপনার লিঙ্গ ধীরে ধীরে প্রবেশ করান। এর পর শুরু করুন যতক্ষন পারেন।