রাজনীতির বলি নিরীহ ব্যবসায়ীরা!

1 Min Read
| Tripura News

ফটিকরায় থানার পাশেই রাতের আঁধারে পুড়ে ছাই দুইটি দোকান,

রাজ্যের আইনশৃঙ্খলার করুণ চিত্র যেন আরেকবার ফুটে উঠলো ফটিকরায়। শুক্রবার গভীর রাতে, যখন গোটা শহর নিশ্চিন্ত ঘুমে আচ্ছন্ন, তখন থানার একদম পাশেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা — দুই ভাইয়ের দুটি দোকান রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে পুড়ে ছাই! এই কি অবস্থা রাজ্যের।

প্রাথমিক অনুমান অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ১০-১২ লক্ষ টাকা। রাতের আগুনে ভেঙে চুরমার হলো দুই ভাইয়ের বহু বছরের স্বপ্ন,

এলাকার বাসিন্দারা বলছেন, “থানার এত কাছেই যদি এই ধরনের ঘটনা ঘটে আর পুলিশ কিছুই করতে না পারে, তাহলে আর বলার কিচ্ছু নাই , তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ, এটাই এখন বড় প্রশ্ন ?” প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে সাধারণ জনগণের মধ্যে। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দোষীদের খুঁজে বের করে কঠোরতম শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আধো কতটুক কাজ হবে এটাই বড় প্রশ্ন ?

তবে সাধারণ জনমনে প্রশ্ন উঠছে,
👉 কে বা কারা এই অগ্নিকাণ্ডের নেপথ্যে?
👉 রাজনীতির জটিল খেলায় কি আবারও নিরীহ ব্যবসায়ীরা বলি হলেন?
👉 আর কতদিন চলবে এই অরাজকতা?

আমরা শুধু প্রশ্ন করতে পারি,- উত্তর আপনারাই দেবেন ভোটের বক্সে। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version