পাইপ দিয়ে বেরিয়ে আসা সাপ: তেলিয়ামুড়ার শ্বাসরুদ্ধকর দৃশ্য

2 Min Read

ছবিতে ক্লিক করুন, নিউজটি দেখার জন্য

 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সরকারি জল সরবরাহের পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে আসলো মৃত সাপ, চাঞ্চল্য জনক এবং উদ্বেগ জনক এই ঘটনা তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত দুই নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশু বিহার চৌমুহনী সংলগ্ন এলাকা। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন বিশুদ্ধ জল সংক্রান্ত বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি প্রচন্ডভাবে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ জন। যদিও এলাকার মানুষের অভিযোগ হচ্ছে এই প্রথম পানীয় জলের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে আসলো ঘটনা তা না, প্রায় সময় কথিত বিশুদ্ধ জলের সাথে চিংড়ি মাছ বা বিভিন্ন প্রকারের ছোট মাছ সহ নানান প্রকারের মৃত প্রাণী প্রায়শই পাওয়া যায়। এদিকে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় সংশ্লিষ্ট এলাকার জনৈক উমেশ চন্দ্র সাহার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সরকারি টেপ দিয়ে জল যখন আসছিল না তখন পরিবারের লোকজনরা কি হয়েছে বিষয়টা দেখতে যখন যান তখন দেখা যায় পাইপের মাথায় মৃত সাপ আটকে রয়েছে। এই দৃশ্য দেখে শুধুমাত্র উমেশ চন্দ্র সাহার পরিবারের লোক জনদের না, গোটা এলাকার সাধারণ মানুষের আতঙ্ক তৈরি হয়। এলাকার মানুষ একাধারে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এই প্রকারের ঘটনাগুলো যাতে আগামী দিনে না ঘটে, তার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করুন এই দাবি করছে। এখানে বিভিন্ন মহল অফ ক্যামেরায় অভিযোগ করছে দিনের পর দিন ডি ডব্লিউ এস দপ্তরের দৌলতে তেলিয়ামুরা পুর এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে দিনের পর দিন অভিযোগ উঠছে অথচ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মচারীদের কোন হেল দুল নেই। এখন জলের সাথে মৃত সাপ বেরিয়ে আসার পর কর্তৃপক্ষের টনক নড়ে কিনা, এটাই দেখার বিষয় !

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version