আই পি এল খেলা নিয়ে ঝামেলার জেরে রণক্ষেত্রের রূপ নেয় খোয়াই পূর্ব রামচন্দ্রঘাট বাজার! একাধিক দোকান ভাঙচুর!! আহত কয়েকজন!!!পরিস্থিতি সামাল দিতে মোতায়ন পুলিশ বাহিনী। জুয়াকে কেন্দ্র করে লঙ্কা কান্ড ভাঙচুর হল একাধিক দোকান পাট পরিস্থিতি সামাল দিতে মোতায়ন করা হল একাধিক পুলিশ কর্মী। ঘটনা খোয়াই থানার অন্তর্গত পূর্ব রামচন্দ্রঘাট বাজারে । এই জুয়া কান্ডের মূল পান্ডা হল বিশ্বজিৎ দাস নামের বিএসএফ কর্মী তার বাড়ি পূর্ব রামচন্দ্রঘাট বাতাপুড়া এলাকায় বর্তমানে আগরতলা শাল বাগানে কর্মরত রয়েছেন । গতকাল তথা শনিবার রাতে বিশ্বজিৎ দাদ(বিএসএফ) আগাতলা থেকে বাড়ি ফিরে পূর্ব রামচন্দ্রঘাট বাজারের জনৈক বিমলের দোকানে আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসায় বলে অভিযোগ , ঘটনাটি স্থানীয়দের নিতে নজরে আসলে বাধা দিতে গেলেই শুরু হয় বাকবিতন্ডা একটা সময় হাতা হাতিতে পরিণত হয় ফলে বিশ্বজিৎ দাস অল্পবিস্তর আহত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন বাজার কমিটির সম্পাদক সমীর চৌধুরী । অভিযুক্ত বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে জুয়াকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ রয়েছে বলে দাবী করছেন বাজার কমিটি । পরবর্তী সময়ে বিশ্বজিৎ দাসের বাবা প্রদীপ দাস তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাজারে জিতেন দেবের মিষ্টির দোকান সহ একাধিক দোকানে আচমকা ভাঙচুর চালায় বলে অভিযোগ । অন্যদিকে বিশ্বজিৎ দাসের বাবা প্রদীপ দাসের অভিযোগ তিনি কংগ্রেস করেন এই অপরাধে পুর্ব পরিকল্পিত ভাবে তার ছেলেকে মারধর করে বাজারের শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই থানার পুলি