অতি সম্প্রতি রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু ৫০ টাকা করে মূল্যবৃদ্ধি হয়েছে, এছাড়া পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে প্রতিবাদ নজরে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। একই রকম ভাবে আজ আগরতলার বটতলা এলাকাতে এস ইউ সি আই সংগঠনের উদ্যোগে এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি প্রতিপালন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে দলীয় কর্মী সমর্থকরা গলায় প্লে কার্ড ঝুলিয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে সংগঠনের পক্ষে মলিন দেববর্মা দাবী করেন এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট মূল্য বৃদ্ধি দারুন ভাবে আর্থসামাজিক ব্যবস্থার উপর প্রভাব তৈরি করবে। বিশেষ করে যেখানে দাঁড়িয়ে দেশের সরকার সাংসদ সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের ভাতা বৃদ্ধি করছে সেই জায়গায় শুধুমাত্র তেল কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা করতে গিয়ে এই মূল্যবৃদ্ধি রীতিমতো গরীব অংশের সাধারণ মানুষের জীবন জীবিকার উপর আঘাত বলে দাবি করেন মলিন দেববর্মা। তিনি এই বিষয়ে সকলকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।