স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ব হোমিওপ্যাথি দিবস
রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ব হোমিওপ্যাথি দিবস 2025 এর রাজ্যভিত্তিক আয়োজনের আজ শুভ সূচনা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই দিনের এই গুরুত্বপূর্ণ আয়োজন ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ উৎসাহ পরিলক্ষিত হয়। এই আয়োজন মঞ্চ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বেশ কয়েকজনকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের হাত দিয়ে সম্মাননা প্রদান করা হয়।। এই আয়োজনে নিজের আলোচনা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী দাবি করেন রীতিমতো বিভিন্ন প্রকারের চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করে হোমিওপ্যাথি চিকিৎসা এগিয়ে চলেছে। তবে খানিকটা আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সঠিকভাবে সচেতন তার উদ্যোগে গ্রহণ করা হচ্ছে না। বর্তমান রাজ্য সরকার রাজ্যের মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে চিন্তা ভাবনা করছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সর্বোপরি আজকের এই আয়োজন থেকে মুখ্যমন্ত্রী হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা সম্পর্কে সার্বিক সচেতনতার মধ্য দিয়ে সাধারণ মানুষকে হোমিওপ্যাথির মতো বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থায় আরো বেশি করে উৎসাহিত করার জন্য আহ্বান রাখেন।