গোটা রাজ্যজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সক্রিয় কার্যকর্তা সম্মেলন চলছে। এরই অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়াতে স্থানীয় অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে তেলিয়ামুড়া মন্ডল ভিত্তিক সক্রিয় কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কার্যকর্তা সম্মেলনে দলের রাজ্য নেতা তাপস ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী সাহা রায়, মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।গোটা সম্মেলনে বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করার আহ্বান ধ্বনিত প্রতিধ্বনিত হয়। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহারা দাবি করেন গোটা রাজ্য ব্যাপী গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজকের এই আয়োজন। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে দলের কার্যকর্তাদের আরও সক্রিয়তা বৃদ্ধির মাধ্যমে বিজেপি দল প্রকারান্তরে আরও শক্তিশালী হবে। পাশাপাশি তিনি আরো জানান এই সময়ের মধ্যে দল ৪৬ তম স্থাপনা দিবসকে সামনে রেখে নানাবিধ সামাজিক কর্মসূচি সম্পাদন করে চলেছে।