দামছড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের বাড়ি

1 Min Read

দামছড়ায় নাশকতার আগুনে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের বাড়িতে যান সাংবাদিক প্রতিনিধি দল দামছড়ায় নাশকতার আগুনে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের বাড়িতে যান সাংবাদিক প্রতিনিধি দল। নেতৃত্বে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং প্রতিবাদী কলম সম্পাদক অনল রায় চৌধুরী। দোষীদের ধরতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন তারা।৬ এপ্রিল রাতে উত্তর ত্রিপুরার দামছড়ায় সাংবাদিক ফকর উদ্দিনের বসতঘরে পরিকল্পিতভাবে আগুন লাগায় দুষ্কৃতীরা। পেট্রোল ঢেলে ও জলের ট্যাঙ্ক ফুটো করে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা চালানো হয়। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেও পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি।এই ঘটনায় চারদিন পেরিয়ে গেলেও দামছড়া থানার ওসি কোনও এফআইআর গ্রহণ করেননি, নেয়নি কোনও পদক্ষেপও।বুধবার ফকর উদ্দিনের বাড়িতে পরিদর্শনে যান আগরতলা প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার সহ একঝাঁক সাংবাদিক। ঘটনার নেপথ্যে সাংবাদিকতার রেশ রয়েছে বলেই তাঁদের মত। প্রণববাবু পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে জানান, “অভিযুক্ত যতো বড়ই হোক, গ্রেফতার করতেই হবে, না হলে সাংবাদিক সমাজ রাজপথে নামবে।”সাংবাদিক সমাজ বলছে—এটা শুধু একজনের বিরুদ্ধে নয়, গোটা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। প্রশাসনের ঘুম না ভাঙলে এবার জবাব আসবে রাস্তায়।

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version