বিপ্লব পার্টি ছেড়ে দিয়েছে । আমরা ছাড়বো না । বিচার করব ।কত বড় বিচার করইন্না ? তাইনে চুরি, জোচ্চুরি সব করছে । আদা কেলেঙ্কারি কথা কওনের পর কয় আমি করছি না । আরেক জনে করছে । স্বীকার তো করছে । আমার বিচার করব তিনি কত বড় নেতা হইছে । উত্তর দক্ষিণ চেননা ত্রিপুরা রাজ্যের । তিনি ভারতীয় জনতা পার্টি বিপ্লবের বিচার করব । হেডমাস্টারি কে দিয়েছে । তাইনে কি বিজেপি নেতা । সিপিএম তাইনেরও ভালো লাগেনা । এই কারণে বিজেপিতে আসতে চায় । এসটি হয়ে এসটি সিটে দাঁড়ানোর হিম্মত নেই। জেনারেল সিট সাব্রুমে দাঁড়িয়েছেন । যদি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যের লেজে না পড়তো জামানা জব্দ হয়ে যেত । কার্যকর্তা সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব নাম না করে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরীকে এক হাত নিলেন।
দক্ষিণ জেলা ভিত্তিক কার্য কর্তা সন্মেলন আয়োজিত হয় বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে। বুধবার দুপুরে প্রদীপ প্রজ্জ্বলন ও ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী, ডক্টর বিধান চন্দ্র রায় ও অটলবিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মঞ্চে উপস্থিত নেতৃত্বরা শ্রদ্ধা নিবেদন সহ রাষ্ট্রীয় গীত পরিবেশনের মধ্য দিয়ে সুচনা হয় জেলা কার্য কর্তা সন্মেলন। এই দিনের আয়োজিত সন্মেলনে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দ্ধীপায়ন চৌধুরী, মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এছাড়া দক্ষিণ জেলার বিভিন্ন মন্ডলের নেতৃত্ব ও কার্য কর্তারা এই দিনের আয়োজিত সন্মেলনে উপস্থিত ছিলেন।
Leave a Comment