বিজেপি দলে যোগদান ৫০ পরিবারের ১৪০ ভোটার

1 Min Read

টাকারজলা বিজেপি মন্ডলের উদ্যোগে ৪৬ তম ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে লামর্পা হাঁটি এডিসি ভিলেজ এলাকায় বিজেপি কার্যকর্তা সম্মেলনে আয়োজন করা হয় মঙ্গলবার বিকেলে।এদিনের কার্যকর্তার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা,তাছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন টাকারজলা বিজেপি মন্ডল সভাপতি নির্মল দেববর্মা, গোলাঘাটি মন্ডল সভাপতি নারায়ন দেবনাথ, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা,সিপাহীজলা জেলা উত্তরের বিজেপি সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।এদিনে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নিলেন টাকারজলা মন্ডল মহিলা মোর্চার নেতৃত্বরা।এদিনের সক্রিয় কার্যকর্তার সম্মেলনে রাজ্য সরকার কর্তৃক জনজাতিদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুলি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তাছাড়া কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত কর্মসূচি গুলি হাতে নিয়েছেন সেই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সক্রিয় কার্যকর্তা সম্মেলনে মুখ্যমন্ত্রী। বিগত ২৫ বছর যাবত গণ মুক্তি পরিষদের নামে বামফ্রন্ট সরকার জনজাতিদের অনেকটাই পেছনে ফেলে রেখেছেন।২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর ট্রিপল ইঞ্জিনের সরকার পাহাড়ে সমতলের সমান ভাবে উন্নয়নের পলক জড়িয়েছেন। এদিনের সক্রিয় কার্যকর্তার সম্মেলনে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক কল্যাণমুখী কাজকর্মের সমর্থন জানিয়ে ৫০ পরিবারের ১৪০ জন ভোটার সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করার আগ্রহ প্রকাশ করেন। সম্মেলনে উপস্থিত মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে দলের থেকে দেন দলে বরণ করে নেন

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version