পাবিয়াছড়া বিধানসভার অধীন মাছমারা সেক্টরের শচীন্দ্রনগর বাজারের পাশে রাম গুনাপাড়া এলাকায় পুরনো একটি উপ স্বাস্থ্য কেন্দ্র ভেঙ্গে বিগত চার মাস পূর্বে থেকে শুরু হয়েছে নতুন করে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার কাজ, সেই কাজটি স্থানীয় গোপাল দেব নামে এক ঠিকাদার কাজ করছে, কাজটিতে পেচারতল গ্রামো উন্নয়ন দপ্তরের অধীনে রয়েছে, প্রায় ২৭ লক্ষ টাকা বেয় করে কাজটি করানো হচ্ছে, উল্লেখযোগ্য বিষয় কাজটি শুরু থেকেই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ উঠছে স্থানীয় এলাকাবাসীর তরফ থেকে কাজটিতে ১৪ নম্বরি ইট ব্যবহার হচ্ছে, সঠিকভাবে পাথরগুলিও লাগানো হচ্ছে এবং সিমেন্টের বদলে বালির হার বেশি, এবং ঘরের পিলারগুলিও তেড়া বেকার চিত্র রয়েছে এবং ঘরের চারিদিকে ফাটলের চিত্র উঠে এসেছে, দাবি উঠছে স্থানীয় মানুষ থেকে কাজটি গুণগতমান বজায় রেখে যেন কাজটি সম্পন্ন করা হয় , সেই বার্তাটুকু রাখেন এলাকাবাসী ,