শান্তির বাজার থানার অধীনে সর্বত্র চলছে নেশার রমরমা ব্যাবসা।

1 Min Read

নেশাবিরোধী অভিযানের শ্লোগানতুলে থানা ঘেরাও করলো প্রমিলাবাহিনীরা!

শান্তির বাজার থানার অধীনে সর্বত্র চলছে নেশার রমরমা ব্যাবসা। বর্তমানসময়ে নেশার করালগ্রাসে আশক্তহয়ে সর্বশান্তহয়েপরছে যুবসমাজ। এতেকরে মা বাবা তাদের ছেলে মেয়েকে হারাচ্ছে। এই নেশাকারবারীদের দমনে পুলিশের সাহায্য চেয়েও কাজের কাজ কিছুইহয়নি। যাতে করে কোনো মা বা সন্তানহারা নাহয় ও নেশামুক্ত সমাজ গঠনে পুলিশের উপর আস্থা হারিয়ে রাজাপুর ভিলেজ এলাকার প্রমিলাবাহিনীরা একত্রিতহয়ে একটি কমটি গঠনকরে। এই কমিটিগঠনের পরথেকে এলাকার প্রমিলাবাহিনারা একত্রিতহয়ে বেশকিছু নেশাকারবারীদের নেশাসামগ্রীসহ আটক করে পুলিশের হাতে তুলেদেয়। মহকুমার পুলিশ আধিকার বাপিদের্বমা এইসকল নেশাকারবারীদের অর্থের বিনিময়ে পার পাইয়েদিচ্ছে বলে স্থানীয় লোকজনদের অভিযোগ। তাই বাপী দের্বমার বিরুদ্ধে সকলে একত্রিতহয়ে স্থানীয় মনপাথর ফাঁড়ী থানা ঘেরাওকরে। শুক্রবার রাতে কিছুসংখ্যক নেশাকারাবীদের পুলিশের হাতেতুলেদিয়ে প্রমিলাবাহিনী থানা ঘেরাওকরে। সকলের একটাইদাবী দ্রুততারসহিত নেশাকারবারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানকরতেহবে। মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমাকে শান্তির বাজারথেকে স্থানান্তরিতকরে স্বচ্ছ একজন পুলিশ আধিকারিক নিয়েআসাহোক। এখন দেখারবিষয় স্থানীয় লোকজনদের দাবীমেনেনিতে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version