শহরের বুকে রক্তাক্ত সিপিআইএম জেলা সম্পাদক রতন দাস সহ একাধিক নেতা ! আহত ৮ থেকে ১০ জন। ঘটনা জয়পুর দক্ষিণ চৌমুহনীতে। V/O: -হঠাৎ করে রাজনৈতিক সন্ত্রাসে চাঞ্চল্যকর পরিবেশ শহর আগরতলার জয়পুর এলাকাতে। পুলিশের অনুমতি সাপেক্ষে বিরোধী দল সিপিআইএমের তরফ থেকে জয়পুর দক্ষিণ চৌমুহনী এলাকাতে এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই কর্মসূচিকে সফল করার জন্য দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক রতন দাস সহ স্থানীয় বেশ কিছু সিপিআইএম কর্মী, সমর্থক এবং নেতৃত্বরা সংশ্লিষ্ট জায়গায় সমবেত হয়। এরপর হঠাৎ করে বিভিন্ন অস্ত্রশস্ত্রসহ বামপন্থী কর্মসূচির উপর আক্রমণ সংঘটিত হয় বলে সিপিআইএম দল সূত্রে প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মুহূর্তের মধ্যেই সিপিআইএম দলের অন্যতম শীর্ষ নেতা রতন দাস সহ অনন্য আট থেকে দশ জন আহত হয়েছেন বলে দলের তরফ থেকে দাবী করা হয়েছে, এরমধ্যে শরীরের একাধিক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে রতন দাস সহ একাধিক নেতা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে গিয়ে দলের নেতা প্রাক্তন মন্ত্রী মানিক দে এই ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন শহরের বুকে এভাবে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ একাধিক নেতার আহত এবং রক্তাক্ত হওয়ার ঘটনা মুহূর্তের মধ্যেই ব্যাপক আলোড়ন তৈরি করেছে।