ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বর্তমান রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে বৈরী মনোভাব পোষণ করে চলেছেন। রাজ্য সরকারের বদ উদ্দেশ্যের কারণে বছরের পর বছর কর্মচারীরা অনিয়মিত থাকছেন যা সংবিধান পরিপন্থী। এই অবস্থায় দাঁড়িয়ে যদি কর্মচারীদের স্বার্থে ইতিবাচক ভূমিকা গ্রহণ করা না হয় তাহলে মে মাসের প্রথম দিকে রাজ্যের ৪০ হাজার অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের উপস্থিতিতে আগরতলার রাজপথ দখল করে মহাকরণ অভিযান সংঘটিত করা হবে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপরে উল্লেখিত কথাগুলো বলেন মঞ্চের পক্ষে বর্ষিয়ান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। পাশাপাশি শ্রী রায় বর্মন দাবি করেন গতকাল পেশ হওয়া বাজেট অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে সম্পূর্ণ হতাশা জনক কারণ এই বাজেটে অনিয়মিত কর্মচারীদের জন্য কোন কথা বলা হয়নি। এদিকে ইতিপূর্বে বাম জমানায় অনিয়মিত কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য যে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছিল সেই প্রকল্প ২০১৭-১৮ সালে বাতিল করা হয়। এই অবস্থায় দাঁড়িয়ে পুনরায় যাতে করে এই প্রকল্প চালু করা হয় সেই দাবি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে উত্থাপন করা হয়।
