রাত্রি কালীন নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে : শান্তির বাজার থানার পুলিশ কি করছে?

1 Min Read

প্ল্যানেট ত্রিপুরা নিউজ :- বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। বিগত দিনের বন্যার ভয় ভিতি কাটিয়ে মায়ের আরাধায়নায় মাতোয়ারা হয়েছে সকলেই । তবে এই দুর্গাপূজার মধ্যেও চোরের হাত থেকে রক্ষা পাচ্ছেনা লোকজনেরা।

Santir Bazar

শান্তির বাজার পুর পরিষদ এলাকায় উত্তর পাড়ার বাসিন্দা দীপঙ্কর চক্রবর্তী, নবমীর রাতে উনার পরিবারের লোকজনদের নিয়ে উদয়পুর পূজা দেখতে গিয়েছিলো । এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ীর পেছনের দিক দিয়ে দরজা ভেঙ্গে চোরের দল ঘরে প্রবেশ করে এবং ১২ থেকে ১৩ লক্ষ টাকার স্বর্ন অলঙ্কার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।

পূজা দেখে বাড়িতে ফিরে বাড়ির গৃহস্ত চুরির ঘটনা দেখতে পেয়ে খবর দেয় শান্তির বাজার থানায়। খবর পেয়ে রাত্রি বেলায় পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু পরিদর্শন করে এবং হাতে একটি মামলা নেয়। এই চুরিকান্ডের ফলে সমগ্র এলাকা জুরে তিব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।পাশাপাশি  শান্তিরবাজার থানার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয় শান্তির বাজার থানার বাহুবলি পুলিশ চোরকে আটক করতে পারে কিনা।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version