সুশাসনে মানসিক ভাবে লাঞ্চিত হলো ট্রাফিক পুলিশ। ঘটনা শুক্রবার সন্ধ্যা নাগাদ। জানা যায় আগরতলা নেতাজি চৌমুনী এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি ও বাইক পার্কিং করার ফলে প্রতিনিয়ত যান জোটের সম্মুখীন হতে হয় পথচারীদের। তাই আজ ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে নেতাজি চৌমুনী এলাকায় অভিযানে নামে ট্রাফিক পুলিশ কিন্তু কিছু বখাটে যুবকদের হাতে মানসিক ভাবে লাঞ্চিত হতে হয় ট্রাফিক ইউনিটের দুই কর্মীকে।