ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটি ইন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন এর আয়োজন করেন।রবিবার দিন প্রেসক্লাবের সামনে থেকে দল মত নির্বিশেষে এক প্রতিবাদ মিছিল বের করবেন বলে জানান বিগত বেশ কিছুদিন ধরেই আমাদের প্রতিবেশী বাংলাদেশে অশান্ত পরিবেশ চলছে। ইতিমধ্যে অশান্ত পরিবেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে কিন্তু তারপরেও সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বহর কমছে না। এ জায়গায় দাঁড়িয়ে ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটি ইন বাংলাদেশের পক্ষ থেকে আজ রাজধানী আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে ফোরামের পক্ষে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য দাবি করেন বাংলাদেশ যেভাবে মাইনোরিটি বা সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি শ্রী চক্রবর্তী দাবি করেন বাংলাদেশে যখনই কোন অশান্তি মূলক পরিবেশ তৈরি হয় তখনই একটা মৌলবাদি অংশের চাপে সংখ্যালঘুদের উপর ক্রমান্বয়ে আক্রমণ বাড়তে থাকে। তবে এই জায়গায় দাঁড়িয়ে, ত্রিপুরা রাজ্যে ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনোরিটি ইন বাংলাদেশের পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়ে গোটা ঘটনার প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে আজকে দাবি করা হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিবাদ কর্মসূচিতে সকলকে যুক্ত থাকারও আহবান জানানো হয়।