বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাংলাদেশে

2 Min Read
বাংলাদেশে বুদ্ধ ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল | Planet Tripura News

আমাদের প্রতিবেশী বাংলাদেশে ক্রমান্বয়ে সংখ্যালঘু হিন্দু , চাকমা সহ তিপ্রাসাদের উপর আক্রমণের বহর বৃদ্ধি পাচ্ছে।সংশ্লিষ্ট আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে জানিয়ে নানা প্রকারের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলা বৌদ্ধ মন্দির থেকে বোদ্ধ ভিক্ষুদের প্রতিবাদ মিছিল বের হয়। আমাদের প্রতিবেশী বাংলাদেশে ক্রমান্বয়ে সংখ্যালঘু হিন্দু , চাকমা সহ তিপ্রাসাদের উপর আক্রমণের বহর বৃদ্ধি পাচ্ছে। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় দারুণভাবে প্রভাবিত হচ্ছে জনজীবন।এবার হিংসা ছড়াল বাংলাদেশের পাহাড়ি এলাকায়। সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাড়ায় পাড়ায় চলছে অগ্নিসংযোগ। পার্বত্য এলাকার তিন জেলায় ১৪৪ ধারা জারি করেছে ইউনুস সরকার/বুধবার খাগড়াছড়ি জেলায় একজনকে পিটিয়ে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদিন দিঘিনালা উপজেলায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবার এই হিংসা পাশের জেলা রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত চারজন নিহত হয়েছেন। আহত শতাধিক। সংঘর্ষের সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।প্রশাসন বলছে, হঠাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে দুই পক্ষের সংঘাতের গুজবে খাগড়াছড়ির দিঘিনালা সদরের থানা বাজার ও বোয়ালখালি বাজারের বাসিন্দাদের মধ্যে ভয় ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল ৪টার দিকে এক পক্ষ মিছিল বের করলে অন্য পক্ষ বাধা দেয়। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও একটি মার্কেটে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুলিও চলে বলে অভিযোগ।সন্ধ্যার পর থেকে দিঘিনালা, পানছড়িসহ খাগড়াছড়ির বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।আমাদের রাজ্য ত্রিপুরায় সংশ্লিষ্ট আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে জানিয়ে নানা প্রকারের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলা বৌদ্ধ মন্দির থেকে প্রতিবাদ মিছিল বের হয়।এই বিক্ষোভ মিছিলটি শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। গোটা কর্মসূচি সম্পর্কে আয়োজকদের তরফ থেকে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি করা হয় যেভাবে বাংলাদেশে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করা হচ্ছে তা সভ্যতার পরিপন্থী। এই জায়গায় দাঁড়িয়ে অনতিবিলম্বে বাংলাদেশের শান্তির পরিবেশ বা পরিস্থিতি ফিরে আসুক, সবাই পূর্বের মতো শান্তিতে থাকুক এই আহবানে আজকের এই কর্মসূচি বলে দাবি করা হয়েছে।।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version