ক্লাবের চাঁদা না দেওয়াতে সরকারি কাজে বাধা কমলাসাগর দিদিমণি দলের সাঙ্গপাঙ্গদের। শুধু তাই নয় অসহায় দিনমজুর শ্রমিকদের মারধোর করে লুটেপুটে নিলো মোবাইল থেকে আরম্ভ করে নগদ ত্রিশ হাজার টাকা। শেষ পর্যন্ত দুই লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে যদি দিতে না পারে তাহলে কাজের জায়গায় যেতে পারবে না এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন কমলাসাগর বিধানসভার দিদিমনির দলের সাংগাপাংগরা। যদিও বেদড়ক মারধোর খেয়ে আটজন দিনমজুর শ্রমিক পাঁচ জনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করার পথে হাঁটলো। ঘটনার বিবরণে জানা যায় গত এক মাস যাবত সেকেরকোট ছনখলা DWS এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম এর কাজ চলছিল। যথারীতি শ্রমিকরা একজন ঠিকাদারের অধীন থেকে সেই কাজ করে আসছে। কিন্তু আচমকা ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ 30 হাজার টাকা এবং কয়েকটি মোবাইলে ছিনিয়ে নেই ৩০-৪০ জনের একটি দল।
তাদের বক্তব্য হল সেখানে কাজ করতে হলে তাদেরকে ২ লক্ষ টাকা দিতে হবে নতুবা কাজ বন্ধ রাখতে হবে। তাদেরকে বেদড়ক মারধোর করে কারোর হাত ভেঙ্গে দেয় কারোর কোমর ভেঙ্গে দেয় এমনকি মাথায় আঘাত করে। পরবর্তী সময়ে সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়। যদিও তাদের অভিযোগ ৫ জন যুবককে সনাক্ত করতে পেরেছে এরা হলেন সেকেরকোট এলাকার অরূপ, কুডু, সুকেশ, সুরজিৎ এবং অভিজিৎ তাদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তাদের উপর হামলা চালিয়েছে।যদিও বর্তমানে কাজ বন্ধ রেখে সেই অস্থায়ী অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয় সেই কমলাসাগর বিধানসভার দিদিমণির সাংগপাঙ্গরা। এই নিয়ে ওই এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর হচ্ছে এলাকার জনগণ।
ক্লাবের চাঁদা না দেওয়ায় রাষ্ট্রবাদী বাহিনী শ্রমিকদের পিটিয়ে লুটপাট কলঙ্কজনক ঘটনা কমলাসাগরে।
Leave a Comment